Also read in

"অটলজি অমর রহে' ধ্বনির মধ্যে আজ তাঁর চিতাভস্ম বরাক নদীতে ভাসিয়ে দেওয়া হলো

আজ দুপুর প্রায় সাড়ে বারোটায় শিলচর বিমান বন্দরে এসে পৌঁছায় প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর চিতাভস্ম। লাল কাপড়ে মোড়া চিঠি নিয়ে আসেন রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী রঞ্জিত দত্ত। বাজপেয়ী মন্ত্রিসভায় বরাকের একমাত্র সদস্য কবীন্দ্র পুরকায়স্থ, রাজ্যের বন ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্রবৈদ‍্য সহ অসংখ্য গুণমুগ্ধ তখন কুম্ভীর গ্রাম বিমান বন্দরে প্রতীক্ষারত।

কিছুক্ষণ পরই ওঁম অঙ্কিত চিতাভস্মের স্বর্ণালী কলসীটি বিমানবন্দরে রাখা হলে উপস্থিত সবাই এবং যাত্রীগণ শ্রদ্ধা নিবেদন করেন।

সেখান থেকে কবীন্দ্র পুরকায়স্থ এবং পরিমল শুক্লবৈদ‍্য চিতাভস্ম গ্রহণ করেন এবং শিলচর শহরের দিকে যাত্রা শুরু হয়। স্থানে স্থানে জনগণ শ্রদ্ধা নিবেদন করেন। শালগঙ্গা আশ্রম, উদারবন্দের কাঁচাকান্তি মন্দির হয়ে মহাসড়কের সেই জিরো পয়েন্টে এসে দাঁড়ায় এই যাত্রা। আমাদের প্রতিনিধি জানালেন, ‘এখানে এসেই সবার মনে আসছিল প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ির সেই শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ক নিয়ে ভাষণের কথা’।

তারপর ধীরে ধীরে শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছাল এই কলস যাত্রা, যেখানে এক বিশাল সংখ্যক লোক শ্রদ্ধা নিবেদনের জন্য অপেক্ষা রত ছিলেন।

পুলিশ প্যারেড গ্রাউণ্ডে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল যেখান থেকে সব ধর্মের লোক প্রার্থনা করছিলেন এবং ধর্মগ্রন্থ পাঠ করছিলেন। আমাদের প্রতিনিধি জানান, সেখানে বাইবেল, কোরান, গীতা ছিল । সোনাই এর বিধায়ক আমিনুল হক লস্কর নিজে কোরান পাঠ করছিলেন। জেলা কংগ্রেসের নেতৃস্থানীয় ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই ব্যক্তিত্বকে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

Atal Bihari Vajpayee's ashes immersion in Barak

A glimpse of late Atal Bihari Vajpayee' ashes immersion done today at Barak

Posted by My Silchar on Thursday, August 23, 2018

পুলিশ প্যারেড গ্রাউণ্ড থেকে চিতা ভস্মের অন্তিম যাত্রা শুরু হয়, সার্কিট হাউস রোড হয়ে সদরঘাট পর্যন্ত হাজার হাজার মানুষ পদযাত্রায় সামিল হন। বাজপেয়ি মন্ত্রিসভার তৎকালীন মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ আবেগাপ্লুত হয়ে বললেন “জনতার দিকে তাকিয়ে দেখুন, সবাই ওনাকে খুব ভালোবাসতো, উনার প্রতি কারো কোন বিদ্বেষ ছিল না – সেখানেই ছিল উনার মহত্ব”।

সদরঘাটে শেষ হলো এই যাত্রা । তারপর বিকেল প্রায় পাঁচটায় ‘অটলজি অমর রহে’ ধ্বনির মধ্য দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম ভাসিয়ে দেওয়া হয় বরাকের স্রোতে, অবসান হলো এক অধ্যায়ের, এক যুগের।

Comments are closed.