Also read in

Rathyatra 2020: Under the unprecedented situation religious rituals only

*আজ রথযাত্রা, তবে লোকারণ্য নয়, পথে বেরোচ্ছে না রথ*

আজ রথযাত্রা ; নিয়ম মেনে হয়তো প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা চাপবেন রথে কিন্তু জৌলুস- জাকজমক এবার থাকছে না রথযাত্রায়, হচ্ছেনা জনসমাগম । নিয়ম রক্ষার রথযাত্রা এবার হবে সমগ্র দেশ জুড়ে। বরং বলা চলে করোনার জেরে রথযাত্রা এবার মোটামুটি ভার্চুয়াল, সাধারণ ভক্তরা রথের দড়িতে টান দিতে পারবেন না। বরং ঘরে বসেই সোশাল মিডিয়ার মাধ্যমে রথযাত্রা দেখতে পারবেন।

করোনা আবহে সংক্রমণ এড়াতে শিলচর ইসকন মন্দির কর্তৃপক্ষ ও শুধু নিয়ম রক্ষার কথা জানিয়েছেন। উপত্যকার অন্যান্য রথযাত্রা ও মোটামুটি এরকমই পালন করা হবে।

রবিবার শিলচর ইসকন মন্দিরের সহ-সভাপতি নির্ভয় দাস জানিয়েছেন, এই বছর নিয়ম রক্ষার্থে যেটুকু প্রয়োজন তাই করা হবে ইসকনের বিশাল রথ পথে বের হবে না। এর পরিবর্তে ছোট একটা রথে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে মন্দির প্রাঙ্গণে আবাসিক ভক্তরা নিয়ম রক্ষার রথযাত্রা করবেন।

এদিকে, পুরীতে শর্তসাপেক্ষে রথযাত্রা পালন করার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত৷ জানানো হয়েছে যে, সংক্রমণ যাতে না বাড়ে এমনভাবেই, নিয়ম মেনে করতে হবে রথ উৎসব৷ তবে চিফ জাসটিস বোবদে জানিয়ে দেন, শুধুমাত্র পুরীতেই পালন করা যাবে রথ, ওড়িশার অন্য কোথাও নয়৷

এদিকে পশ্চিমবঙ্গের মায়াপুর ইসকনে এ বার মন্দিরের উঁচু পাঁচিল ঘেরা চত্বরের ভিতরেই হবে রথ টানা। ইসকন মায়াপুরের রথযাত্রা কমিটির কো-অর্ডিনেটর অলয়গোবিন্দ দাস বলেন, “মন্দিরের ভিতরে যে সেবায়েত ও পুরোহিতেরা রয়েছেন, কেবল তাঁরাই থাকবেন। যদি আবহাওয়া ভাল থাকে, মন্দিরের মধ্যে কয়েকবার পরিক্রমা করবে রথ।”

রথযাত্রা বা রথদ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। ওড়িশা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।

Comments are closed.