Also read in

কাছাড়ের তিন পুলিশ কর্মীকে 'মেধাবী পরিষেবার' জন্য বিশেষ সম্মান, 'আমাদের সবার জন্য গর্বের বিষয়', এসপি রমনদীপ কৌর

এবছর স্বাধীনতা দিবসে মোট ১৩৮০ জন পুলিশকর্মীকে তাদের মেধাবী পরিষেবার জন্য বিশেষ সম্মান জানাল ভারত সরকার। এরমধ্যে কাছাড় পুলিশেরও তিনজন রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে মোট ৬৬২ জন পুলিশ কর্মী বীরত্বের জন্য পুলিশ পদক (পিএমজি) পেয়েছেন। ৬২৮ জন কর্মীকে বীরত্বের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএমজি) এবং ৬৬২ জনকে সম্মানজনক পরিষেবার জন্য পুলিশ পদক দেওয়া হয়েছে (পিএম)। এছাড়াও ৭৫ তম স্বাধীনতাদিবসে ৮৮জন কর্মী (পিপিএম) বিশেষ সম্মান পেয়েছেন।

কাছাড় পুলিশের পক্ষে মেধাবী পরিষেবার জন্য বিশেষ সম্মান পেয়েছেন ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দাস, কনস্টেবল শরদিন্দু দেব রায় এবং মহিলা কনস্টেবল শর্মিলা সিং। এই নিয়ে কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।তাদের অবদান স্বীকৃত হয়েছে।’ তিনজন প্রাপককে অভিনন্দন জানাতে গিয়ে কৌর আরও বলেন, ‘এটি কেবল তাদের তিনজনের জন্য নয়, আমাদের সকলের জন্যই একটি অনুপ্রেরণামূলক বিষয়।

অসম পুলিশের চারজন কর্মী বীরত্বের জন্য পুলিশ মেডেল পেয়েছেন। তারা হলেন লামহাও ডনজেল অতিরিক্ত পুলিশ সুপার, প্রকাশ সোনোয়াল অতিরিক্ত পুলিশ সুপার, প্রয়াত ভাস্কর কলিতা এবং দীপক বরা। গুয়াহাটির পুলিশ কমিশনার মুন্না প্রসাদ গুপ্তাকে ‘বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক’ দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসামের মোট ১৩ জন পুলিশ কর্মী বিশেষ সম্মান পেয়েছেন। এবং তাদের মধ্যে তিনজন কাছাড়ের।

Comments are closed.