Also read in

কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এন এস কে পরিদর্শন নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির

নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির সভাপতি অধ্যাপক তপোধীর ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য দাবি আবেদন প্রক্রিয়ার কাজ কতটা সঠিক উপায়ে চলছে সে বিষয়ে খোঁজখবর নিতে শিলচর শহরের বেশ কয়েকটি এন এস কে পরিদর্শন করে। নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির পক্ষ থেকে এক প্রেস বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়।

বিবৃতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে আলোচনা করে এখনও পর্যন্ত চল্লিশ শতাংশের বেশি আবেদন জমা না পড়ায় সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

 

তাই সিআরপিসিসি’র পক্ষ থেকে এনআরসি ছুট জনগণের কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলা হয় যে সকলের কাছে যা যা নথিপত্র আছে সবকিছু দিয়ে অবিলম্বে যেন তারা দাবিপত্র জমা দেন। এখানে উল্লেখ করা যেতে পারে, সমিতির উদ্যোগে অসহায় সাধারণ নাগরিকদের স্বার্থে বিনামূল্যে ফর্ম পূরণ এবং অন্যান্য সহায়তা প্রদানের জন্য শিলচর মালুগ্রামের শহিদ স্মৃতিভবনে মঙ্গলবার একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

 

বিবৃতিতে আরও জানানো হয় যে নাম শুদ্ধিকরণের ফর্মের অভাব, বানান সহ আরও অনেক খুঁটিনাটি সমস্যা এদিন প্রতিনিধিদের আলোচনায় স্থান পায়। সমিতি মনে করে,পঞ্চায়েত নির্বাচনে এন এস কে কর্মীদের নিয়োগ করায় নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকপঞ্জির কাজ শেষ করা অসম্ভব হয়ে উঠবে। সমিতির পক্ষ থেকে একদিকে উল্লেখ করা হয় যে, নাগরিকত্বের মতো সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের গাফিলতি যেমন প্রচণ্ড আপত্তিকর অন্যদিকে তেমনি সমিতি কামনা করে জনসাধারণও যেন এই মুহূর্তে বিশেষ সতর্কতা অবলম্বন করেন।

 

সমিতির পক্ষ থেকে আজকের এই প্রতিনিধিদলে অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, কিশোর ভট্টাচার্য, সনৎকুমার কৈরী, তমোজিৎ সাহা প্রমুখ।

Comments are closed.