Also read in

আজকের শিরোনাম : এগজিট পোল: ১৯ এর আগে গো-বলয়ে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস

সুপ্রভাত, আজ শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ ; ৮ই ডিসেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

সম্প্রতি পাঁচ রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনী সমীক্ষার খবর আজ সবগুলো পত্রিকা গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

মুখ্য শিরোনামে দৈনিক যুগশঙ্খ জানাচ্ছে,

  • ১৯ এর আগে গো-বলয়ে ঘুরে দাঁড়াচ্ছে কংগ্রেস।। এগজিট পোল : মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে ত্রিশঙ্কু, রাজস্থানে কংগ্রেস, তেলেঙ্গানায় টিআরএস, মিজোরামে এমএনএফ
  • রজস্থানে ৭২, তেলেঙ্গানায় ভোট ৬৭%

সাময়িক প্রসঙ্গের ৮ কলাম জোড়া শিরোনাম,

কঠিন চ্যালেঞ্জের মুখে মোদী-শাহ, ইঙ্গিত পাঁচ রাজ্যের বুথ ফেরত সমীক্ষায়।। রাজস্থানে হার, মধ্যপ্রদেশ-ছত্তিশগড়ে চাপে বিজেপি

প্রান্তজ্যোতির লিড নিউজ,

তেলেঙ্গানায় কেসিআর, রাজস্থানে কংগ্রেস গেরুয়া দুর্গে ফাটল ধরছে

এনআরসির খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

দাবি-আপত্তি নিয়ে শুনানি আগামী সপ্তাহে, চ্যালেঞ্জের মুখে প্রতীক হাজেলা

সাময়িক জানাচ্ছে,

  • ভোটের কাজে কর্মী, এনএসকে মন্থর, ৩২ লক্ষ খসড়া-ছুট বিপন্ন।। দাবি পেশের সময় বাড়াতে রাজি নয় কেন্দ্র
  • নাম যাচাইয়ের দায়িত্ব নিক এনআরসি কর্তৃপক্ষ: আসু

এক চাঞ্চল্যকর খবরে সাময়িক বক্স করে ছবিসহ জানাচ্ছে,

গোলাদিঘি মলে চিকিৎসকের রেস্টুরেন্টে রহস্যজনক মৃত্যু যুবকের- মৃতদেহের পাশে পাওয়া সিরিঞ্জ সরিয়েছিল কে?

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

পারিজাত রেস্তোরায় উদ্ধার রহস্যজনক মৃতদেহ, জেপি দাসের বিরুদ্ধে অসামাজিক কাজে প্রশ্রয়ের অভিযোগ

পঞ্চায়েত নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে আগামীকাল বরাক উপত্যকায় ভোট গ্রহণ করা হচ্ছে এই খবরে যুগশঙ্খ লিখেছে,

নির্বাচনের প্রস্তুতি শুরু, রামনগরে উপচে পড়া ভিড়ে পোলিং বুথে ভোটকর্মীরা

সাময়িকের প্রতিবেদন,

হাইলাকান্দিতে পঞ্চায়েতে পালাবদলের পূর্বাভাস:: কংগ্রেসের টিকে থাকার লড়াই, পাল্লা ভারি আজমল ব্রিগেডের

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • জাতীয় সংগীত চলাকালীন মঞ্চেই জ্ঞান হারালেন মন্ত্রী গাডকারি
  • কেন্দ্রের নয়া অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি
  • বঙ্গে বিজেপির রথযাত্রায় স্থগিতাদেশ বাতিল
  • বিল নিঃশর্ত নাগরিকত্ব দেবে? হয় আমি, নয়তো আপনি ইস্তফা দিন, হিমন্তকে সুস্মিতা

প্রান্তজ্যোতি অ‍্যাঙ্কর প্রতিবেদনে লিখেছে,

রাঙ্গিরখাল সেতু: ভোটের পরই আইনি ব্যবস্থা হুমকি দিলীপের।। ‘শিলান্যাস করেছি, এক বছরের মধ্যেই নির্মাণ করব’

প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • ডি ভোটার তথ্য কোষ তৈরি না করায় শো’কজ হাইকোর্টের
  • ভারত-সুইজারল্যান্ড বন্ধুত্বের ৭০ বছর উদযাপনে শিলচরে যুক্ত’র বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী
  • লোকনৃত্যে সর্বভারতীয় স্তরে প্রথম স্থানে চন্দ্রিমা

প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

সংবাদপত্রের দায়িত্ব ও কর্তব্য

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

পঞ্চায়েত ভোটযজ্ঞেই খসড়া-ছুটদের আহুতি

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

অসমে পঞ্চায়েত ভোট

এবং

মুখ ঢেকে যায় লজ্জায়

খেলার পাতায় ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে যুগশঙ্খের খবর,

দ্বিতীয় দিনের শেষে স্বস্তি ভারতে! অ্যাডিলেডে দারুন ছন্দে অশ্বিনরা ।। ডিফেন্সিভ ব্যাটিং করে চাপে পড়ে গেল অস্ট্রেলিয়া, লিড নিতে মরিয়া ভারত, কুম্ভের মত লড়ছেন হেড

বিশ্বকাপ হকির খবরে যুগশঙ্খের শিরোনাম,

বিশ্বকাপ হকিতে আজ বিপক্ষে কানাডা- শেষ আটে চোখ রেখে গ্রুপের শেষ ম্যাচে বড়সড় জয় চাইছে ভারত

সাময়িক লিখেছে,

আজ কানাডাকে হারিয়ে গ্রুপে অপরাজিত থাকতে চায় ভারত

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় কাগজগুলোর শিরোনাম। আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.