Also read in

Debjani Bhattacharjee of Silchar tops the merit list in Meghalaya board higher secondary exam

মেঘালয় বোর্ড অফ স্কুল এডুকেশনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান শাখার মেধাতালিকায় প্রথম স্থান লাভ করে বরাক উপত্যকার মুখ উজ্জ্বল করলো দেবযানি ভট্টাচার্য। দেবযানি শিলচর তারাপুর শিববাড়ি রোডের চিন্ময় লেনের স্থায়ী বাসিন্দা; বাবা পুরুষোত্তম ভট্টাচার্য ও মা দীপান্বিতা ভট্টাচার্য। বাবা কর্মসূত্রে আধিকারিক হিসেবে নিপকো’তে কর্মরত। দেবযানীর জেঠু সুব্রত ভট্টাচার্য শিলচরের বিশিষ্ট আইনজীবী। দেবযানী এবার শিলংয়ের সেন্ট এন্থনিস হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। প্রয়াত কৌশিকীকান্ত ভট্টাচার্য ও জ্যোৎস্না ভট্টাচার্যের নাতনি দেবযানীর এই সাফল্যে শিলচরের পাড়া-প্রতিবেশী, আত্মীয় স্বজনরা উৎফুল্ল। দেবযানীর প্রাপ্ত মোট নম্বর ৪৬৪। দেবযানী চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বর লাভ করেছে; বিষয় গুলি হল বায়োলজি – ৯৩, কেমিস্ট্রি- ৯৫, ম্যাথমেটিক্স- ৯৭ ও ফিজিক্স- ৯৪ ।

উল্লেখ্য, এবছর মেঘালয় উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় নিয়মিত পরীক্ষার্থী ছিলেন ৩৩৩৬ জনের মধ্যে প্রথম বিভাগে ১০২১ জন, দ্বিতীয় বিভাগে ১৪১০ জন পাস করেছে; পাসের হার ৯৩.৯২ শতাংশ ।

উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় আরো তিনজন বাঙালি মেয়ে যুগ্মভাবে তৃতীয় চতুর্থ এবং অষ্টম স্থান দখল করেছে। ৪৩৩ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করেছে জয়শ্রী ভট্টাচার্য্য, ৪৩২ নম্বর পেয়ে চতুর্থ স্থান লাভ করেছে মেঘলীনা ভট্টাচার্য এবং ৪২৬ নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে ঈশিকা দেবনাথ।

দেবযানি ভট্টাচার্যের সাফল্যে শিলংয়ের সেন্ট এন্থনি হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র- শিক্ষক মহলে খুশির হাওয়া বইছে ।শিলচরে ও দেবযানীর সাফল্যে আত্মীয়-স্বজনরা বেজায় খুশি, তাকে এখানকার বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে।

Comments are closed.