Also read in

Today’s Headlines: Only BJP can save the Assamese population: Himanta

সুপ্রভাত, আজ শুক্রবার, ৯ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ২২শে ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,

অসমীয়া জাতিকে রক্ষা করতে পারে শুধু বিজেপিই: হিমন্ত।। ‘ভারত-পাক যুদ্ধ বাঁধলে পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি উঠবে অসম থেকেই

মুখ্য শিরোনামে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

রাফাল রায়ের পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্ট

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

জল থেকে ক্রিকেট: অল আউট অ‍্যাটাকে দিল্লি- বিশ্বকাপে পাকিস্তানকে নিষিদ্ধ করতে তৎপর বিসিসিআই ।। এবার সিন্ধু নদীর জলপ্রবাহ আটকাচ্ছে কেন্দ্র

যুগশঙ্খের সুপার অ্যাঙ্কর নিউজ,

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবো, না ট্রাইব্যুনালে চক্কর কাটবো! তিন ভাই সেনাকর্মী, বিদেশী বলে পরিবারের নামে নোটিশ ট্রাইব্যুনালের, গুরুত্ব পাচ্ছে না রেজিমেন্টের চিঠি

বাংলাদেশের ঢাকায় বিধ্বংসী অগ্নিকান্ডের খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।

যুগশঙ্খের শিরোনাম,

ঢাকায় ভয়াবহ আগুন, হত ৮১

বিধানসভায় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারীর বক্তব্য নিয়ে যুগশঙ্খের খবর,

দুর্ভাগ্যক্রমে ২৯ জন কাগজ কল কর্মীর মৃত্যু! আজব উত্তর শিল্প মন্ত্রীর

টাইমস গ্রুপের এক সমীক্ষার খবরে যুগশঙ্খের অ্যাঙ্কর নিউজ,

১৯-এও নমো হাওয়া! ৮৪% মোদিকে ফের প্রধানমন্ত্রী চান

সাময়িক প্রসঙ্গ অ‍্যাঙ্কর প্রতিবেদনে জানাচ্ছে,

জঙ্গি হামলার খবর পেয়েও শুটিংয়ে মগ্ন ছিলেন মোদি কংগ্রেস

এক চাঞ্চল্যকর খবরে সাময়িক জানাচ্ছে,

স্টেট ব্যাঙ্ক শিলচর শাখার গ্রাহকের অ্যাকাউন্ট থেকে উধাও ১৮ লক্ষ টাকা।। নেট ব্যাংকিং প্রতারণার সর্ষেই ভূত! ইউবিআই-র ‘সিএসপি’কে খুঁজছে পুলিশ।

সাময়িকের আরও কয়েকটি খবর,

  • শনবিল পর্যটনস্থল হবে,জানালেন পরিমল
  • বরাকের ৯ জন সহ রাজ্য পুলিশের ১৩০ এস আই-র পদোন্নতি-বদলি
  • তিন তালাকে রাষ্ট্রপতির অনুমোদন
  • মহারাষ্ট্রে ফের কৃষক আন্দোলন, নাসিক-মুম্বাই পদযাত্রা শুরু

প্রান্তজ্যোতি অ‍্যঙ্কর প্রতিবেদনে জানাচ্ছে,

লোকসভা ভোটের আগে শিলচরের উন্নয়নে গুচ্ছ প্রকল্প ঘোষণা বিধায়কের- আনটাইড ফান্ডের ১.১ কোটি মঞ্জুর

অন্য খবর,

নির্বাচনের আগে ফের চমক, প্রভিডেন্ট ফান্ডে সুদের হার

ভেতরের পাতায় প্রান্তজ্যোতির খবর,

  • অটো পারমিট-হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করছেন ডিটিও, অভিযোগ চালক সংস্থার
  • কংগ্রেসের প্রচার কমিটিতে কমলাক্ষ
  • নিজের চরকায় তেল দিন, পরে অন্যের সমালোচনায় আসুন, দিলীপ পালকে আক্রমন জেলা কংগ্রেসের

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

সংস্কারপন্থী যুবরাজ ও মোদির আলিঙ্গন

প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

সন্ত্রাসে মদতদাতা পাকিস্তান

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

জিহাদীর ঘরে ফেরা

এবং

ধোঁয়াশা আনতে পারে মড়ক

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গ বড় বড় হরফে লিখেছে,

বয়কট নয় পাকিস্তানকে পরাজিত করুক ভারত, বললেন সানি।। ইমরানকে প্রশ্ন, কোথায় নয়া পাকিস্তান?

প্রান্তজ্যোতি লিখেছে,

  • ভারত-পাক ম্যাচ: আইসিসির অবস্থা হতে পারে না ঘরকা, না ঘাটকা
  • পাকিস্তানের সঙ্গে ক্রীড়াগত সম্পর্ক ছিন্ন হোক, চান সৌরভ

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.